পশ্চিমবঙ্গ

west bengal

গণেশ মহোৎসব

ETV Bharat / videos

Ganesh Utsav 2023: উদয়পুরে লক্ষ টাকার নোটে সাজলেন গজানন্দ, দেখুন ভিডিয়ো - lord ganesh idol decorated

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 7:35 PM IST

এক দুই নয়, উদয়পুরে 31 লক্ষ টাকার নোট দিয়ে বিশেষভাবে সাজানো হল গণপতি বাপ্পাকে । গণেশ উৎসব উপলক্ষে এই বিশেষ সাজ বিঘ্ননাশকের ৷ আর গণেশের এই বিশেষ সাজ দেখতে ভিড় জমল হাজারো মানুষ ৷ নিয়ম করে মহা আরতির আয়োজন হচ্ছে সেখানে ৷ এরপর ভক্তদের মধ্যে  করা হচ্ছে প্রসাদ বিতরণ। হ্রদের শহর উদয়পুরে পালিত হচ্ছে জমকালো এই গণেশ মহোৎসব। প্রতিদিনই সেখানে ভিন্ন ভিন্ন সাজে সেজে উঠছেন গজানন্দ । শ্রী স্বস্তিক বিনায়ক গণপতি মিত্র মণ্ডলের তরফে আয়োজিত উদয়পুর চা রাজার গণপতি মহোৎসবের আয়োজন করা হয়েছে ৷ তারই অংশ হিসাবে মঙ্গলবার গণেশকে 31 লক্ষ 31 হাজার 131 টাকার নোট অর্পণ করা হয় । মাথা থেকে পা সেই নোটেই সেজে ওঠেন গণেশ ৷ এমনকী হাতে অস্ত্রের জায়গায় রয়েছে টাকা ৷ গণপতি বাপ্পার সেই সাজ অপরূপ সুন্দর ৷ মুম্বই-হায়দরাবাদের মতোই 10 দিনের গণেশ উৎসব উদযাপিত হয় উদয়পুরে । এ দিকে উদয়পুর চা রাজা নামে পরিচিত বাপু বাজারে প্রতি সন্ধ্যায় ভগবান গণেশের মহা আরতি করা হয় ৷ সেখানে বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত থাকেন । 

ABOUT THE AUTHOR

...view details