পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Allegation of Molestation: নাবালিকা পর্যটককে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার লজের কর্মী - লজের কর্মী

By

Published : Dec 31, 2022, 10:33 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ঝাড়গ্রামে বেড়াতে আসা নাবালিকা পর্যটকের সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ (Allegation of Molestation) উঠল একটি লজের কর্মীর (Lodge Staff) বিরুদ্ধে। ওই পর্যটক পরিবারের অভিযোগের ভিত্তিতে ঝাড়গ্রাম থানার পুলিশ লজের কর্মচারীকে গ্রেফতার করেছে। ধৃত লজের কর্মীর নাম সুব্রত পাল (38)। তার বাড়ি শিলদা এলাকায়। শনিবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয় ধৃত সুব্রত পালকে। পকসো আইনে মামলা রুজু করে এ ঘটনায় তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। বিচারক 2 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এ অভিযোগ অস্বীকার করেছে লজ কর্তৃপক্ষ ৷ তাদের কথায়, শুক্রবার রাত 11টা নাগাদ লজের সুব্রত পাল নামের ওই কর্মীকে মারধর করতে থাকে পর্যটক পরিবারের সদস্যরা ৷ তাকে ছাড়াতে গেলে হেনস্তা করে এবং অভিযোগ তোলে শ্লীলতাহানির। লজে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, তা দেখলেই পরিষ্কার হয়ে যাবে ৷
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details