পশ্চিমবঙ্গ

west bengal

মুরারই স্টেশনে রেল অবরোধ

ETV Bharat / videos

Rail Block in Murarai: বীরভূমের মুরারই স্টেশনে উঠল অবরোধ, স্বাভাবিক ট্রেন চলাচল - Murarai Station Rail block News

By

Published : Aug 6, 2023, 2:43 PM IST

একাধিক দাবি নিয়ে বীরভূমের মুরারই স্টেশনে সকাল 7টা থেকে রেল অবরোধে নামে মুরারই নাগরিক মঞ্চ ৷ ট্রেনের স্টপেজ বাড়ানো-সহ 16 দফা দাবিতে রেললাইনে বসে বিক্ষোভ দেখান নিত্যযাত্রীদের সংগঠন মুরারই নাগরিক কমিটি ৷ প্রায় সাড়ে 4 ঘণ্টা পর সকাল সাড়ে 11টা নাগাদ অবরোধ তুলে নেয় নাগরিক কমিটি ৷ রেল পুলিশের বিশাল পুলিশ বাহিনী অবরোধ স্থলে পৌঁছয়।

মুরারইয়ের তৃণমূল বিধায়ক মোশারফ হুসেনের সঙ্গে রেল আধিকারিকদের কথা হয় ৷ রেল কর্তৃপক্ষ মুরারই নাগরিক কমিটির কয়েক দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় ৷ এরপরই অবরোধ তুলে নেয় মুরারই নাগরিক কমিটি ৷ তারপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে ৷

অবরোধের জেরে সকাল থেকেই আটকে পড়ে বন্দে ভারত-সহ বহু দূরপাল্লা ট্রেন ৷ মুরারই স্টেশনে দাঁড়িয়ে থাকে সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার, কাঞ্চনজঙ্ঘা, গণদেবতা এক্সপ্রেস ৷ অবরোধকারীদের দাবি, করোনাকাল থেকে মুরারই স্টেশনে বেশ কিছু গুরুত্ব পূর্ণ ট্রেনের স্টপেজ তুলে দেয় রেল কর্তৃপক্ষ ৷ অবিলম্বে সেগুলি ফেরানো হোক ৷ ছ'জোড়া বাতিল অথবা স্টপেজ তুলে নেওয়া ট্রেন পুনরায় চালু করতে হবে ৷ এক ঘণ্টা অন্তর আপ ও ডাউনে মেমু ট্রেন চালু করতে হবে ৷ জামালপুর সুপার, তেভাগা, কুলিক, কাঞ্চনকন্যা, উত্তরবঙ্গ, গয়া এক্সপ্রেস এবং যোগবানি এক্সপ্রেসের স্টপেজ দিতে হবে মুরারই স্টেশনে ৷

ABOUT THE AUTHOR

...view details