Road Blockade: পুকুর ভরাটের বিরুদ্ধে পথ অবরোধ চাকদায় - পুকুর ভরাট
রাতের অন্ধকারে পুকুর ভরাটের প্রতিবাদে পথ অবরোধ (Road Blockade) করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । পাল পাড়ার 35 নম্বর মৌজার প্রায় দুই বিঘা পুকুর রাতের অন্ধকারে ভরাট করা চলছে বলে অভিযোগ । এক শ্রেণির অসাধু মানুষ মাটি দিয়ে পুকুর ভরাট করছিল চাকদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে বলে এই অভিযোগ উঠেছে । এলাকার মানুষ প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিয়ে থানায় নানা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখায় । এর জেরেই সকাল থেকেই চাকদা (Chakdaha) কল্যাণী বাইপাস রোড পথ অবরোধ করা হয় (Locals protest blocking road against pond filling) । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকদা থানার পুলিশ । অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবশেষে বিক্ষোভ তুলে নেয় এলাকাবাসী ।
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST