Bansdroni Shootout Case : বাঁশদ্রোণী শুটআউটে যোগ তৃণমূলের প্রভাবশালীদের, পরিচয় গোপন রেখে দাবি স্থানীয় বাসিন্দার - বাঁশদ্রোণী শুট আউট কাণ্ডে উঠে এল ওপর এক তৃণমূল ঘনিষ্ঠের নাম
বাঁশদ্রোণী সিন্ডিকেট এবং শুট আউটের ঘটনায় একের পর এক উঠে আসছে একাধিক তৃণমূল ঘনিষ্ঠ নেতার নাম (local resident calims tmc heavyweight leader involve in bansdroni shootout case) ৷ এবার এই ঘটনায় নতুন নাম উঠে এল স্থানীয়দের সঙ্গে কথায় (new TMC leader name in Bansdroni Shootout) ৷ তাঁর নাম উত্তম মণ্ডল ৷ যাঁর ভয়ে এলাকার বাসিন্দারা তটস্থ এবং ভীত সন্ত্রস্ত । প্রত্যেকেই জানেন এই ঘটনার নেপথ্যে রয়েছেন কে বা কারা কিন্তু জিজ্ঞাসা করলেই মুখে কুলুপ আঁটছেন দক্ষিণ শহরতলির বাসিন্দারা । ক্যামেরার সামনে কেউ সরাসরি মুখ খুলতে নারাজ কারণ সেই ব্যক্তির ভয় ৷ যে কোনও সময় কোনও রকমের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে বলে তাঁদের আশঙ্খা ৷ অবশেষে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক কথা বলতে রাজি হন ৷ তবে মুখে গামছা জড়িয়ে নিজের পরিচয় গোপন করে তিনি তুলে ধরলেন উত্তম মণ্ডলের নাম । এলাকায় প্রচুর রাজনৈতিক ক্ষমতা রয়েছে উত্তম মণ্ডলের । কালীঘাটের একাধিক নেতা নেত্রীর নাকি তাঁর মাথায় হাত রয়েছে । যার ফলেই পুলিশ থেকে প্রশাসন কেউই উত্তম মন্ডলকে চটাতে চান না বলে দাবি ৷
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST
TAGGED:
Bansdroni Shootout Case