বাঘের আতঙ্কে রাতের ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের, দেখুন ভিডিয়ো - বাঘের আতঙ্ক
Published : Jan 5, 2024, 2:27 PM IST
Tiger in Locality: লোকালয়ে ফের বাঘের আতঙ্ক ৷ বৃহস্পতিবার সুন্দরবনের মইপিঠের কোস্টাল থানার অন্তর্গত পেটকুলচাঁদ এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দা ৷ আতঙ্কে গ্রামবাসীরা দ্রুত বন বিভাগকে খবর দেয় ৷ খবর পেয়ে হাজির হয় বন দফতরের আধিকারিকরা ৷ এলাকাবাসীকে সাবধান করতে চলছে মাইকিং ৷ প্রাথমিক ভাবে বনদফতরের অনুমান, এটি রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ ৷ পেটকুলচাঁদের জঙ্গল থেকে যাতে ওই বাঘকে আবার গভীর জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন বনদফতরে কর্মীরা । জঙ্গলের ধারে বসানো হচ্ছে নেট ৷ বাঘটি যাতে লোকালয় সংলগ্ন জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়তে না পারে, তা নিশ্চিত করার চেষ্টা করছেন বনকর্মীরা ।
স্থানীয় বাসিন্দা তপতী বেরা বলেন, "প্রায়ই শীতের সময়ে সুন্দরবনের জঙ্গল থেকে এই এলাকায় ঢুকে পড়ে বাঘ। এই ঘটনা নতুন নয় ৷ কখন বাঘ ঢুকে পড়ে গ্রামে আমরা সেই আতঙ্কে থাকি ।" এ বিষয়ে দক্ষিণ 24 পরগনার বন দফতরের মুখ্য বন আধিকারিক মিলন মণ্ডল জানান, শীতের মৌসুমে সুন্দরবনের জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে মাঝেমধ্যে বাঘ ঢুকে পড়ার ঘটনা ঘটে। গতকাল মইপিঠ এলাকায় পেটকুল চাঁদ এলাকায় বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই বন বিভাগের আধিকারিকেরা ওই এলাকায় পৌঁছে গিয়েছেন ৷