Money Transfer: অজান্তেই ব্যাংক অ্য়াাকউন্টে লক্ষ লক্ষ টাকা লেনদেন, জেলাশাসকের দফতরে এলাকাবাসী - Purulia News
কো-অপারেটিভ (Purulia Co operative Bank) ব্যাংকের একটি আঞ্চলিক শাখায় বছর খানেক আগে জিরো ব্যালান্সে অ্যাকাউন্ট খুলেছিলেন পুরুলিয়ার মানবাজার থানা এলাকার ভালুবাসা অঞ্চলের চেপুয়া গ্রামের প্রায় শ’খানেক মহিলা (Purulia News) । যদিও তার পরিবর্তে কোনও অ্যাকাউন্ট নম্বর বা ব্যাংকের বই হাতে পাননি তাঁরা । তবে মোবাইলে মেসেজের মাধ্যমে তাঁরা ইদানিং জানতে পেরেছেন ওই অ্যাকাউন্ট গুলিতে লাখ লাখ টাকার লেনদেন হচ্ছে । তাই এই বিষয়ে স্থানীয় শাখায় সদুত্তর না পেয়ে স্থানীয়রা বৃহস্পতিবার পুরুলিয়া জেলা সদরে এসে জেলাশাসক ও সাইবার ক্রাইম থানায় লিখিত ভাবে বিষয়টি জানিয়েছেন ।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST