পশ্চিমবঙ্গ

west bengal

রাত ফুরোলেই শহরে 'সলমন নাইট'

ETV Bharat / videos

Salman in Kolkata: রাত ফুরোলেই শহরে 'সলমন নাইট', লাল-হলুদ শিবিরে প্রস্তুতি তুঙ্গে - দাবাং দ্য ট্যুর রিলোডেড

By

Published : May 12, 2023, 10:46 PM IST

13 মে ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠিত হতে চলেছে গ্র্যান্ড শো 'দাবাং, দ্য ট্যুর-রিলোডেড'। আর তাকে ঘিরেই লাল-হলুদ শিবিরে এখন সাজ সাজ রব। শুক্রবার দুপুর থেকেই চলেছে স্টেজ রিহার্সাল। ইস্টবেঙ্গল ক্লাবের শতবার্ষিকী উপলক্ষ্যে এর আগেও ক্লাব কর্তাদের পক্ষ থেকে নিয়ে আসার কথা ছিল সলমন খানকে। তবে, কোভিডের চোখরাঙানিতে তা আর হয়ে ওঠেনি।  অবশেষে শনিবার সন্ধেতেই লাল হলুদের মাঠে গ্র্যান্ড শো 'দাবাং, দ্য ট্যুর-রিলোডেড'। শুক্রবার রাত 12টা'তেই কলকাতার মাটিতে পা রাখতে চলেছেন সল্লু ভাই। তিনি ছাড়াও এই অনুষ্ঠানে হাজির থাকবেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রণধাওয়া, আয়ুষ শর্মা, কামাল খান-সহ আরও অনেক বলিউড সুপারস্টারেরা। ইতিমধ্যেই শহরে এসে হাজির হয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক্ষী সিনহা। ইতিমধ্যেই, এই শোয়ে টিকিটের দাম আকাশছোঁয়া হলেও ক্রেতার অভাব নেই। এক ঝলকে দেখে নেওয়া যাক টিকিটের দাম। দাবাং জোন 60,000 টাকা, রেডি জোন 12,000 টাকা, ওয়ান্টেড জোন 6000 টাকা। টাইগার জোনের ফেজ 1-এর দাম 2,250 টাকা এবং গ্রুপ অফ থ্রি-এর দাম 4,000 টাকা। অন্যদিকে লাউঞ্জ 2-এর টিকিটের দাম রয়েছে যথাক্রমে 1 লক্ষ এবং 2 লক্ষ টাকা। 
টানা তিন ঘণ্টার এই ডান্স-মিউজিক্যাল শো নিয়ে এই মুহূর্তে আগ্রহী কলকাতাবাসী। 

ABOUT THE AUTHOR

...view details