পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Eden Gardens Laser Show: লেজার শোয়ে মায়াবী ইডেন গার্ডেন্স, ডিজের তালে নাচ বিরাট-ঈশানের - লেজার শোয়ে মায়াবী ইডেন গার্ডেন্স

By

Published : Jan 13, 2023, 3:44 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে রাতের ইডেনকে আরও মায়াবী করে তুলল লেজার শো (Laser Show at Eden Gardens)৷ ইডেনের নয়া এই সংযোজন উপভোগ করলেন ম্যাচ দেখতে আসা সকল দর্শক ৷ সেই মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আর এই অসাধারণ আয়োজনের জন্য সিএবি-র প্রশংসাও করলেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট তিনি ৷ এদিন ডিজে’র মিউজিকে লেজার শো চলাকালীন আরও একটি মুহূর্ত ধরা পড়ল ইডেনের ক্লাব হাউস এন্ডে ৷ ড্রেসিংরুমের বাইরে বিরাট কোহলি এবং ঈশান কিষাণকে দেখা গেল ডিজে’র কোমর দোলাতে ৷ সেই মুহূর্তকে তাড়িয়ে উপভোগ করলেন ইডেন উপস্থিত দর্শকরাও ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো ৷ টুইটারে সেই ভিডিয়ো একাধিকবার রিটুইট হয়েছে ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের জয়ের সঙ্গে, মাঠে আসা দর্শকদের এই লেজার শো ছিল বাড়তি পাওনা ৷ প্রথমবার ইডেনে কোনও আন্তর্জাতিক ম্যাচে এই লেজার শো-এর প্রদর্শন হল ৷ এর আগে লেজেন্ডস লিগে লেজার শো পরীক্ষামূলক ভাবে দেখানো হয়েছিল ৷

Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details