পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Siliguri landslide টানা বৃষ্টি-ধসে বির্পযস্ত পাহাড়, বন্ধ জাতীয় সড়ক - Tourist are trouble in landslide

By

Published : Sep 1, 2022, 3:51 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

রাতভর টানা বৃষ্টিতে ধসে বিধ্বস্ত পাহাড় (Siliguri landslide)। ইতিমধ্যেই জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে । কালিম্পঙের প্রায় 29 মাইল রাস্তা জুড়েও ধস নমেছে ৷ তার জেরে বন্ধ হয়ে গিয়েছে 10 নম্বর জাতীয় সড়ক ৷ উল্লেখ্য, শিলিগুড়ি থেকে গ্যাংটক সড়ক যোগাযোগের অন্যতম রাস্তা এই 10 নম্বর জাতীয় সড়ক । রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় 55 নম্বর জাতীয় সড়ক হয়ে ঘুরপথে যাচ্ছে গাড়ি (Travelers and locals are facing huge problem )। স্বভাবতই সমস্যায় পড়ছেন পর্যটক থেকে নিত্যযাত্রী সকলেই। এছড়াও সিকিমের রাবং মহকুমার 10 মাইল এলাকাজুড়ে হড়পাবাণে সাগবাড়ি এলাকার 13 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details