পশ্চিমবঙ্গ

west bengal

পলাশ ফুল

ETV Bharat / videos

Palash Flower: ফাগুনে পলাশের আগুনের হাতছানি পুরুলিয়ায়

By

Published : Feb 16, 2023, 10:15 PM IST

পলাশ ফুল জানিয়ে দেয় 'বসন্ত জাগ্রত দ্বারে'। আর এই সময়েই পুরুলিয়ায় ফুটতে শুরু করেছে পলাশ । আর কিছুদিন পরেই পুরুলিয়া জেলার বেশ কিছু এলাকা জুড়ে চোখে পড়বে পলাশের চোখ ধাঁধানো সৌন্দর্য । জেলার পলাশ জঙ্গলগুলি হয়ে উঠবে লাল (Palash Flower Jungle in Purulia)। মনে হবে কে যেন আগুন লাগিয়ে দিয়েছে ৷ চারিদিক শুধু লালে লাল ৷ পলাশের এই অপরূপ সৌন্দর্যকে উপভোগ করার জন্য পুরুলিয়া জেলায় প্রচুর পর্যটক আসেন প্রতি বছর । 

বসন্ত উৎসবে তাই পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন অনেকেই । ইদানীং পলাশের কুড়ি ডানা মেলেছে, ফুটছে ৷ তাই আপনি যদি সৌন্দর্যপ্রেমী হয়ে থাকেন আর যদি আপনি অরণ্য, গাছ, ফুল ইত্যাদি ভালোবাসেন তাহলে তো আর কথায় নেই, চলে আসুন পুরুলিয়া আর উপভোগ করুন প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে । আর সঙ্গে যদি মনের মানুষ থাকে তাহলে তো সোনায় সোহাগা ৷ তাঁর হাত ধরে কখন যে এই পলাশের বনে হারিয়ে যাবেন তা টেরই পাবেন না ৷ 

তাই আপনার জন্য রইল সেই পলাশ বনের টুকরো ছবি ৷ যাওয়ার আগে একবার দেখে নিন কী অপরূপ সৌন্দর্য আপনার জন্য অপেক্ষা করছে সেখানে ৷ তাই এই ফাগুনে যদি মনে আগুন লাগাতে চান তাহলে আপনাকে আসতেই হবে পুরুলিয়ার এই পলাশের জঙ্গলে ৷ সে একা হোক বা দোকা বা সদলবলে, আপনি যে নিরাশ হবেন না তা বলাইবাহুল্য ৷

ABOUT THE AUTHOR

...view details