পশ্চিমবঙ্গ

west bengal

লম্বোধর করেন বাইক সারাইয়ের কাজ

ETV Bharat / videos

Panchayat Deputy Pradhan: উপপ্রধান হয়েও বাইক সারাইয়ের কাজ করেন লম্বোধর - Deputy chief of Trinamool Panchayat

By

Published : Mar 18, 2023, 10:05 PM IST

তিনি তৃণমূল কংগ্রেসের উপপ্রধান (Panchayat Deputy Pradhant)  ৷ তবে কাজ করেন মোটর বাইক সারাইয়ের গ্যারাজে । কী বিশ্বাস হচ্ছে না তাই তো ? তাহলে স্বচক্ষে দেখে আসতে পারেন পুরুলিয়া শহরের দুলমি এলাকায় অবস্থিত লম্বু মিস্ত্রির গ্যারেজে । বিষয়টি তাহলে খোলসা করেই বলি । পুরুলিয়ার বরাবাজার থানা এলাকার শচানডির বাসিন্দা লম্বোধর মাহাত । তিনি একদিকে যেমন ওই এলাকার ভাগাবাঁধ পঞ্চায়েতের উপপ্রধান । ঠিক তেমনই অন্যদিকে তিনি পুরুলিয়া শহরে অবস্থিত তাঁর একটি বাইক সারাইয়ের দোকানে মেকানিকের কাজ করেন (Lambodar works as bike mechanic) । শাসকদলের উপপ্রধান হওয়া সত্বেও এই ভাবে পুরোনো পেশাকে বহাল তবিয়তে বাঁচিয়ে রেখে সাদা মাটা জীবনযাপন অতিবাহিত করেন লম্বোধর মিস্ত্রি ৷ তাই এখন তিনি আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছেন । বাড়িতে নিজের গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজনের কাজ কর্ম সামলে ৷ দলীয় কাজ সামলে ৷ তিনি সমানতালে করে যাচ্ছেন বাইক সারাই করার কাজও ৷ প্রায় ২৫ বছর ধরে এই কাজ করে আসছেন তিনি বলে জানালেন । 

ABOUT THE AUTHOR

...view details