পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Cooperative Bank: গ্রাহকদের অজান্তেই সমবায় ব্যাংক অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা, চাঞ্চল্য পুরুলিয়ায় - অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা

By

Published : Jan 8, 2023, 2:10 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

গ্রাহকের অজান্তেই সমবায় ব্যাংকের অ্যাকাউন্টে (Cooperative Bank Accounts) ঢুকছে লক্ষ লক্ষ টাকা ৷ আবার তাদের অজান্তেই সেই টাকা উঠে যাচ্ছে । টাকা ঢোকা এবং তোলার কেবল মেসেজ পাচ্ছেন গ্রাহকরা । কিন্তু কোথা থেকে লক্ষাধিক টাকা অ্যাকাউন্টে আসছে ৷ আবার কীভাবে টাকা বেরিয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন না ওই ব্যাংকের গ্রাহকরা । ঘটনাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে মানবাজার-1 ব্লকের ভালুবাসা সমবায় ব্যাংকের গ্রাহকদের মধ্যে । বিষয়টি নিয়ে স্থানীয় ব্যাংক, প্রশাসনিক দফতর এবং জেলাশাসক দফতরের দ্বারস্থ হয়েছেন গ্রাহকরা । অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই তাঁদের অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা ঢুকেছে (Lakh of rupees in accounts without knowledge) ৷ আবার সেই টাকা বেরিয়েও যাচ্ছে । কোথা থেকে এতো টাকা আসছে এবং কীভাবে কেটে নেওয়া হচ্ছে, তা জানতেই পারছেন না কেউই । কেবল মেসেজ পাচ্ছেন ফোনে ৷ যদিও মানবাজার-1 ব্লকের কো-ওপারেটিভ ইন্সপেক্টর দিব্যেন্দু দেওঘড়িয়া জানান, ভালুবাসা সমবায় নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে যে অভিযোগ এসেছে, তা তদন্ত করে দেখা হবে ।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details