La Ganesan Takes oath: পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে লা গণেশনের শপথ - Bengal CM Mamata Banerjee
পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিলেন লা গণেশন (La Ganesan Takes oath as Bengal Governor) ৷ সোমবার সন্ধ্যায় রাজভবনে তিনি শপথ গ্রহণ করেন ৷ তাঁকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Calcutta High Court Chief Justice Prakash Srivastava) ৷ এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee), বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Bengal Assembly Speaker Biman Banerjee)-সহ অন্যরা উপস্থিত ছিলেন ৷ লা গণেশন মনিপুরের রাজ্যপাল৷ সেই দায়িত্বের সঙ্গে অতিরিক্তভাবে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বও পালন করবেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST