Jagadhatri Puja 2022: অষ্টমীতে চন্দননগরে কুমারী রূপে পূজিত হল চুঁচুড়ার অদ্রিজা - জগদ্ধাত্রী পুজো
অষ্টমীর (Ashtami) দিন কুমারী পুজোর আয়োজন করল পালপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি । এ বছর চুঁচুড়ার অদ্রিজা গঙ্গোপাধ্যায়কে কুমারী হিসেবে পুজো করা হয়েছে । অদ্রিজা দ্বিতীয় শ্রেণির ছাত্রী । অষ্টমীপুজোর পর কুমারী পুজো ও আরতি করা হয় নিষ্ঠার সঙ্গে (Kumari puja on Jagadhatri Puja Ashtami)। মহিলা থেকে বয়স্ক সকলেই পায়ে হাত দিয়ে প্রণাম করেন কুমারীকে। হাত তুলে আশীর্বাদ করে অদ্রিজাও । সকলে এসে মিষ্টি খাইয়ে দেয় কুমারীকে । কেউ আবার টাকা বা চকলেট দিয়েও প্রণাম সারেন । সবমিলিয়ে বেজায় খুশি ছোট্ট অদ্রিজা । বড়রা তাকে প্রণাম করছে সেও আশীর্বাদ করছে, এটা তার কাছে অন্য একটা অনুভূতি বলে জানায় সে । পালপাড়া সর্বজনীনের পুজো এবারে 79 বছরে পা দিল । আদি ও সনাতন রীতি মেনেই পুজো হয়ে আসছে এখানে ।এ বছরে তাদের থিম 'অতিথি দেব ভব' । এখানে কুমারী হিসেবে ব্রাহ্মণ পরিবারের 10-13 বছরের মেয়েকে পুজো করা হয় ।
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST