Kukur Tihar Celebration: কপালে তিলক এঁকে, গলায় ফুলের মালা পরিয়ে পালিত 'কুকুর তিহার', দেখুন ভিডিয়ো - পথকুকুরদের পুজো
Published : Nov 12, 2023, 11:51 AM IST
নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে প্রতি বছর 5 দিনের এক উৎসবের মাধ্যমে মৃত্যু ও বিচারের দেবতা যমরাজের প্রতি শ্রদ্ধা জানানো হয় ৷ সেই উৎসবের অংশ হিসেবে পালিত হয় 'কুকুর তিহার' ৷ বিশ্বের সকল প্রাণীর প্রতি ভক্তি ও ভালোবাসা প্রকাশের উৎসবে পথকুকুরদের কপালে তিলক এঁকে, গলায় ফুলের মালা পরিয়ে দেন পশুপ্রেমী বা সারমেয়প্রেমীরা ৷ সেই উৎসব পালিত হয় ভারতের বিভিন্ন অংশেও ৷ যেমন দেখা গেল শিলিগুড়িতে ৷
অ্যানিম্যাল হেল্পলাইন সেন্টারের কর্ণধার প্রিয়া রুদ্র দীর্ঘ 6 বছর ধরে পক্ষঘাতগ্রস্ত এবং অবহেলিত কুকুরদের আশ্রয় দিয়ে তাদের সেবা করে চলেছেন ৷ এদিন নিজের সেন্টারে কুকুর তিহার উৎসব পালন করেন তিনি ৷ বেশ কিছু স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে সারমেয়দের মালা পরিয়ে, কপালে তিলক কেটে পুজো করা হয় এদিন ৷ পুজো শেষে খাওয়ানো হয় মিষ্টিও ৷ বিশেষ এই দিনের জন্য সারমেয়দের জন্য রাখা হয়েছে বিশেষ মেনু, জানান পশুপ্রেমী প্রিয়া রুদ্র ৷
পাশাপাশি তাঁর অনুরোধ, দীপাবলিতে আতসবাজির ব্যবহার করলেও তা যেন কুকুরদের সমস্যায় না ফেলে সেটা দেখতে হবে ৷ শব্দের কারণে অনেক পশু অসুস্থ হয়ে পড়ে, তাই সেই দিকেও নজর দেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি ৷ শুধু তাই নয়, অবলা প্রাণীদের ভালোবাসতে না পারলেও তাঁদের উপর যেন অত্যাচার করা হয় সেই অনুরোধও করেন সকলের কাছে ৷