Gour Banga University Job Scam: পার্থ-'ঘনিষ্ঠ' নন, জল্পনা ওড়ালেন ওয়েবকুপা-র রাজ্য সভাপতি কৃষ্ণকলি বসু ঘোষ
2020 সালে গৌর বঙ্গ বিশ্ববিদ্যালয়ে 12 জনের নিয়োগ-দুর্নীতিতে গঠিত তদন্ত কমিটিকে ধামাচাপা দিতেই আনা হয় 'পার্থ ঘনিষ্ঠ' কৃষ্ণকলি বসু ঘোষকে, অভিযোগ বিজেপির দক্ষিণ মালদা সংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি ঘোষের । বিজেপি নেতার বক্তব্য, নিয়োগ নিয়ে তৎকালীন বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভ কাউন্সিলকে কিছুই জানানো হয়নি । উল্লেখ্য কাউন্সিলের অন্যতম সদস্য শক্তি পাত্রর মেয়াদ শেষ হলে সেই জায়গায় অধ্যাপক কৃষ্ণকলি বসু ঘোষকে আনা হয় ৷ যদিও শক্তি পাত্র জানিয়েছেন, তিনি এ বিষয়টি অন্য সূত্রে জানতে পেরেছিলেন ৷ সরকারি ভাবে নয় ৷ এমনকী 12 জনের নিয়োগ নিয়েও তিনি কিছু জানতেন না ৷ বিজেপি নেতার আরও অভিযোগ, নিয়োগ এবং কৃষ্ণকলি বসু ঘোষকে গৌড় বঙ্গ বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার পিছনে প্রায় 62 লক্ষ টাকার লেনদেন হয়েছে ৷ এই বিতর্ক নিয়ে ইটিভি ভারতের প্রতিনিধির কাছে মুখ খুললেন অধ্যাপক কৃষ্ণকলি বসু ঘোষ (WBCUPA President Krishnakali Basu exclusive interview over Gour Banga University with ETV Bharat Reporter) ৷
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST