বছরের শেষ সূর্যাস্তে নস্ট্যালজিক মহানগর, নতুনকে বরণের অপেক্ষায় কলকাতাবাসী - Kolkata
Published : Dec 31, 2023, 8:20 PM IST
Year's Last Sunset: "সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো ... ৷" নচিকেতা ঘোষের সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান এখনও মায়ায় আচ্ছন্ন করে রেখেছে আপামর বাঙালিকে ৷ বছরের শেষ দিন শেষ সূর্যাস্তের সময় এই গান আরও বেশি করে মনে পড়ে বৈকি ৷ রবিবার বিকেলে দেশের অন্যান্য প্রান্তের সঙ্গেই তেইশের শেষ সূর্যাস্তের সাক্ষী রইল মহানগর কলকাতা ৷ ফেলে আসা বছরের যা কিছু খারাপ, তা নিয়ে ওপারে পাড়ি দিক সূয্যিমামা ৷ নতুন বছরের প্রাক্কালে বছরের শেষ সূর্যাস্তের সময় মনে মনে হয়তো তেমনটাই চাইল শহরবাসী ৷ নতুন বছরে গোধূলির রংয়ে এ ধরণী বাস্তবিক স্বপ্নের দেশ হয়ে উঠুক, প্রত্যাশী সকলে ৷
আর বছরের শেষ সূর্যাস্তের সঙ্গেই 2024-কে স্বাগত জানাতে কোমর বেঁধে লেগে পড়েছে শহর কলকাতা ৷ পার্টি, নাচ-গান, হইহুল্লোড়ে দিনটা বাকি দিনগুলোর থেকে সম্পূর্ণ আলাদা শহরবাসীর কাছে ৷ এ বছরও তার অন্যথা নয় ৷ আর বর্ষবরণের রাতের জন্য নিরাপত্তা ব্যবস্থাও আঁটসোঁট শহরজুড়ে ৷ তৈরি রয়েছে লালবাজার ৷ সবমিলিয়ে তেইশকে বিদায় জানিয়ে চব্বিশকে বরণ করে নিতে প্রস্তুত 'সিটি অফ জয়' ৷