পশ্চিমবঙ্গ

west bengal

পুজোর প্রতিযোগিতা 'কলকাতা শ্রী'

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 9:41 PM IST

ETV Bharat / videos

Kolkata Shree Award: সেরা পুজো বেছে নেবেন দর্শকরাই, কলকাতা পৌরনিগমের বিশেষ উদ্যোগ

ঢাকের তালে মেতে উঠল কলকাতা পৌরনিগম ৷ শুক্রবারই ঢাকে কাঠি দিয়ে পুজোর প্রতিযোগিতা 'কলকাতা শ্রী' ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন দেবাশিস কুমার, অভিনেত্রী ঈশা সাহা। ঢাক বাজাতেও দেখা গেল তাঁদের ৷ 'কলকাতা শ্রী' প্রতিযোগিতার উদ্বোধন করে মেয়র জানান, দর্শকের চোখে সেরা দুর্গাপুজো কোনটা, তা এবার বেছে নেবেন দর্শকরাই ৷ দশটি ক্যাটাগরির সঙ্গে এবার যুক্ত হল 'দর্শকের চোখে সেরা'। কলকাতা কর্পোরেশনে সিংহ দুয়ারে শুক্রবার থেকেই আবেদন পত্র দেওয়া শুরু হয়েছে। আবেদন পত্র জমাও নেওয়া হবে এখানে। বেলা 12টা থেকে 4টে পর্যন্ত এই ফর্ম দেওয়া হবে। রবিবার ও ছুটির দিন ছাড়া ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 12 অক্টোবর। এছাড়া কর্পোরেশনের ওয়েবসাইট http://www.kmcgov.in অনলাইনে ভোট দেওয়া যাবে। 'দর্শকের চোখে সেরা' এই ক্যাটেগরিতে 20 অক্টোবর থেকে 24 অক্টোবর রাত বারোটা পর্যন্ত ভোট দেওয়া যাবে। বিস্তারিত জানতে কলকাতা পুরসভার 8274983814 নম্বরে যোগাযোগ করতে পারবেন পুজো উদ্যোক্তারা। ফর্মের জন্য কোনও মূল্য দিতে হবে না ৷ পাশাপাশি, প্রতিযোগিতায় অংশগ্রহণেও প্রবেশ মূল্য নেই। কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিযোগিতার বিচারকমণ্ডলী আগামী 16 অক্টোবর থেকে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করবেন। তারাই বেছে নেবেন এবারে কলকাতা কর্পোরেশনের চোখে কোন পুজো সেরা কোন বিভাগে।

ABOUT THE AUTHOR

...view details