পশ্চিমবঙ্গ

west bengal

কলকাতা বইমেলা 2023

ETV Bharat / videos

Kolkata Book Fair 2023: বইয়ের পাতা নাকি পর্দা ! সাহিত্যের কোন ফরম্যাটে অধিক উৎসাহী জনতা ?

By

Published : Feb 5, 2023, 5:05 PM IST

Updated : Feb 6, 2023, 4:07 PM IST

শুরু হয়েছে 46তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা (Kolkata Book Fair 2023)। বেলা বাড়তেই স্টলে স্টলে বইপিপাসুর ভিড়ে জমজমাট এ বারের বইমেলা । পছন্দের বই (Literature through books or movies ) দেখে বেছে কিনে নিচ্ছেন সকলেই । তাঁদের সকলের কাছে ইটিভি ভারতের তরফে প্রশ্ন ছিল, মলাটবন্দি বই নাকি পর্দায় সাহিত্যধর্মী গল্প দেখা - কোনটার প্রতি ঝোঁক বেশি তাঁদের ? পাল্লা ভারি মলাটবন্দি বইয়ের দিকেই । বড় কিংবা ছোট পর্দায় সাহিত্য যত যত্ন সহকারে ধারাবাহিক কিংবা ফিল্মের আকারে তুলে ধরা হোক না কেন, জনতার মন আটকে থাকে সেই বইতেই । এর অন্যতম কারণ অবশ্য বেশিরভাগ সময়েই বইয়ের গল্পের সঙ্গে পর্দার জন্য নির্মিত সাহিত্যধর্মী ধারাবাহিক কিংবা ফিল্মের মিল পাওয়া যায় না । যেটা বইপিপাসুদের ঠিক পছন্দের নয় । তাই বই পড়লে পর্দায় দেখার ইচ্ছা বা আগ্রহ অনুভব করেন না অনেকেই । এমনও জানা গেল, অনেকে আবার বই আর পর্দার গল্পের মধ্যে মিল আছে কি না, তা দেখতেও পর্দায় দেখে নেন সাহিত্যধর্মী ফিল্ম কিংবা ধারাবাহিক । তবে সেই সংখ্যা খুবই কম । বইমেলায় ঘুরে জনতার রায় শুনল ইটিভি ভারত ।

Last Updated : Feb 6, 2023, 4:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details