Cyclone Sitrang: ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রস্তুতি তুঙ্গে কলকাতা পৌরনিগমের - Kolkata Municipal Corporation
সুন্দরবন উপকূলের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ৷ আর তার মোকাবিলায় প্রস্তুত কলকাতা পৌরনিগম ৷ কেএমসি (Kolkata Municipal Corporation)-র কন্ট্রোলরুম ইতিমধ্যেই শহরের প্রতিটি রাস্তায় নজরদারি শুরু করেছে ৷ শহরের 76টি পাম্পিং স্টেশনের 408টি পাম্পিং মেশিন 24 ঘণ্টার জন্য চালু থাকবে ৷ ইতিমধ্যে কলকাতা পৌরনিগমের নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং সকল আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন ৷ সেই মতো কালীপুজোর পরে রাজ্যে সিত্রাং নামে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তার মোকাবিলায় প্রস্তুত কলকাতা পৌরনিগম ৷ আর সেই প্রস্তুতিই ঘুরে দেখল ইটিভি ভারত ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST