পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

KLO Threatens Mamata: ক্ষমতা থাকলে কামতাপুর দখল করুন, মমতাকে চ্যালেঞ্জ কেএলও প্রধানের - কেএলও প্রধান

By

Published : Sep 22, 2022, 5:09 PM IST

Updated : Feb 3, 2023, 8:28 PM IST

ফের গোপন ডেরা থেকে ফের অডিয়ো বার্তা (KLO Threatens Mamata) দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হুঁশিয়ারি দিলেন কেএলও প্রধান (KLO Chief) জীবন সিং (Jeevan Singh)৷ তিনি বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে কামতাপুরের (Separate state) মাটিতে শাসন করতে চাইছে । এটা আমরা মানব না । জোর করে এখানে শাসন করতে গেলে আগুন জ্বলবে । আমরা বাংলা বিরোধী নই । বঙ্গের বিরোধী নয় । কিন্তু ওরা গ্রেটার বিরোধী । কলকাতার লোক আমাদের এখানে কামতাপুরে এসে আমাদের হাঁটু ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ।" জীবন সিং আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে বলছি, যদি ক্ষমতা থাকে তাহলে এখানে এসে যেন কামতাপুর দখল করে দেখায় ।" বেশ কিছুদিন ধরেই কোচবিহার তথা উত্তরবঙ্গকে বাংলা থেকে পৃথক করার একটা চক্রান্ত চলছে বলে তৃণমূল অভিযোগ করছে । পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বঞ্চনার অভিযোগ তুলেছেন । যদিও বাংলা ভাগের বিরোধিতায় পথে নেমেছে তৃণমূল । এরই মাঝে কেএলও প্রধানের এই অডিয়ো বার্তায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details