পশ্চিমবঙ্গ

west bengal

Snow covers Kedarnath: বরফে ঢাকল কেদারনাথ, ফুটপাতে জমেছে 10 ফুট বরফ

By

Published : Mar 15, 2023, 6:29 PM IST

ফুটপাতে জমেছে 10 ফুট বরফ

শ্বেত শুভ্র বরফে ঢাকল কেদারনাথের রাস্তা ৷ ফলে ভক্তদের জন্য মন্দিরের রাস্তা খোলা অনিশ্চিত হয়ে গেল ৷ হাতে মাত্র 40 দিন সময় ৷ তারপরই তীর্থ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে কেদারনাথের প্রবেশদ্বার ৷ তবে আবার বরফ পড়ায় সমস্যা সৃষ্টি হয়েছে ৷ যা তীর্থ যাত্রীদের কাছে একটি বড় বাধা ৷ ইতিমধ্যেই কেদারনাথের মন্দিরে প্রবেশের রাস্তা প্রায় 10 ফুট বরফ পড়েছে ৷ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই বরফ সারানোর কাজ শুরু হয়ে গিয়েছে (Workers removed snow from Kedarnath) ৷ তীর্থযাত্রীরা যাতে সহজে পায়ে হেঁটে, ঘোড়া কিংবা খচ্চরের পিঠে চড়ে কেদারনাথ ধামে পৌঁছতে পারেন তার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে (Kedarnath latest news)। খচ্চরের পিঠে বসানো মাজারে অন্যান্য উপকরণও নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থাও করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে । আগামী 25 এপ্রিল থেকে পুণ্যার্থীদের দর্শনের জন্য কেদারনাথ ধাম খুলে দেওয়া হবে (Kedarnath walking route) ৷ রুদ্রপ্রয়াগ জেলা ম্যাজিস্ট্রেট ময়ূরী দীক্ষিত নির্বিঘ্ন তীর্থযাত্রা নিশ্চিত করার জন্য বৈঠক ও পর্যালোচনা করেছেন । তিনি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন এবং কেদারনাথ যাত্রার বিষয়ে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশিকাও জারি করেছেন ।

ABOUT THE AUTHOR

...view details