পশ্চিমবঙ্গ

west bengal

কৌস্তভ বাগচী

ETV Bharat / videos

Kaustav Bagchi Harrased: 'দলের একাংশ অপমান করছে, ইঞ্চিতে-ইঞ্চিতে জবাব দেব', ক্ষোভ কৌস্তভ বাগচীর - অধার চৌধুরী

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 8:37 PM IST

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তুলকালাম ৷ অনুষ্ঠানস্থলে ঢুকতে বাধা কৌস্তব বাগচিকে ৷ প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল কংগ্রেসের ছাত্র সংগঠনের, হাতাহাতি সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে ৷ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রবিবার মহাজাতি সদনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানেই বাধে ঝামেলা ৷ কংগ্রেস নেতা কৌস্তব বাগচী ও তার অনুগামীদের অনুষ্ঠানে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তখনই দু'পক্ষের বচসা ও হাতাহাতি বেধে যায় । বাইরে যখন এই ধুন্ধুমার অবস্থা, তখন ভিতরে বক্তব্য রাখছিলেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার । এই ঘটনায় তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তব বাগচী ৷ যদিও বিষয়টি তার জানা নেই বলে এড়িয়ে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷  

এদিনের ঘটনা প্রসঙ্গে কৌস্তভ বাগচীর দাবি, তাঁকে অপমান করা হয়েছে ৷ তাঁর কথায়, "আমি আমার দলে থেকে, দলের স্বার্থে লড়াই করে দিনের পর দিন অপমানিত হচ্ছি ৷ দলের একাংশের স্বার্থে আঘাত লাগছে বলে আজ আমায় অপমানিত করতে চাইছে ৷ ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব দেব, হিসেব বুঝে নেব ৷ তৃণমূলের সঙ্গে যাতে ভবিষ্যতের রাস্তা মসৃণ হয়, তাই দলের একাংশ আমায় তাড়াতে চাইছে ৷" অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, "এসব জানা নেই, আমি ওখানে ছিলাম না । কে কোথাকার কে স্লোগান দিয়েছে আমার জানা নেই । সভার মধ্যে তৈরি করা স্লোগান উঠলে আপত্তি তো হবেই ৷"

ABOUT THE AUTHOR

...view details