পশ্চিমবঙ্গ

west bengal

নিরাপত্তা পেল মহার্ঘ্য সবজি

ETV Bharat / videos

Tomato Price Hike: 150 টাকা পার টমেটোর দর! নিরাপত্তা পেল মহার্ঘ্য সবজি

By

Published : Jul 5, 2023, 2:10 PM IST

সপ্তাহ খানেক আগে এত দাম ছিল না ৷ বাজারে দাম ছিল 30 টাকা কেজি। দরদাম করলে 20 টাকাতেও নেমে আসছিল। আর সেই টমেটোর দাম চলে গিয়েছে 150 টাকার উপরে ৷ ভাবা যায়! মানুষ এখন টমেটোকে সোনার বিস্কুটের মতো মূল্যবান ভাবতে শুরু করেছে। এখন তো টমেটো চুরির খবরও পাওয়া যাচ্ছে। এর মধ্যে, কর্ণাটকের হাভেরি জেলার এক সবজি বিক্রেতা করলেন কাণ্ড! সবজির নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন টমেটোর মালিক ৷ যাতে কেউ টমেটো চুরি করার সাহস না-পায়। মহার্ঘ্য টমেটো পেয়েছে 'গ্রেড নিরাপত্তা' (সিসিটিভি) 

অনেক সময় দেখা যায় কোনও জিনিসের দাম বাড়লে ক্রেতারা অন্য জিনিস কিনতে এসে একটি বা দু'টি টমেটো চুরি করে পালিয়ে যান। তবে অনেকের ধারণা আগামী 15 দিনের মধ্য়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। তবে এই সময়টাতে টমেটোর দাম একটু বেশি থাকে। কিন্তু সেটা যে এমন চড়া হবে তা বুঝতে পারেননি অনেকেই। মূলত বর্ষার জেরে এই সমস্যা তৈরি হয়েছে বলে খবর। তবে কলকাতায় সেভাবে বর্ষা নেই। কিন্তু যেখানে টমেটোর ফলন হয় সেখানে টমেটোর দাম মারাত্মক রকম চড়া। সেক্ষেত্রে টমেটোর খাওয়াটা এখন অনেকের কাছেই কার্যত বিলাসিতা বলেই মনে হচ্ছে। 

ABOUT THE AUTHOR

...view details