পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Kareena Kapoor Khan at Darjeeling : সুজয় ঘোষের ফিল্মের শ্যুটিয়ে জেহকে নিয়ে দার্জিলিয়ে করিনা - Kareena at Darjeeling

By

Published : May 10, 2022, 6:21 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

শৈলরানীতে ছবির শ্যুটিং করতে ছেলে জাহাঙ্গিরকে নিয়ে হাজির বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor at Darjeeling for Sujoy Ghosh's film shooting)। মঙ্গলবার সকালে দিল্লি থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি । আগামী 28 মে পর্যন্ত পাহাড়ে শ্যুটিং চলবে বলে জানা গিয়েছে । তার মধ্যে আটদিন টানা পাহাড়ে শ্যুটিং করবেন করিনা কাপুর । ওটিটি মাধ্যমের জন্য পরিচালক সুজয় ঘোষের ছবি 'ডিভোশন'য়ের শ্যুটিং হবে পাহাড়ে । শ্যুটিংয়ের প্রথম অংশ হবে কালিম্পয়ের লাভাতে । আগামী চারদিন সেখানে শ্যুটিং চলবে । তারপর দার্জিলিংয়ে হবে বাকি শ্যুটিং । সুজয় ঘোষের বব বিশ্বাসের পর 'ডিভোশন' নামে ওই গোয়েন্দা ছবিতে অভিনয় করবেন করিনা কাপুর । মোট 380 জন সদস্য রয়েছে ওই শ্যুটিংয়ের দলে । অভিনয়ে থাকবেন জয়দীপ হালদার, বিজয় কুমার-সহ অন্যান্যরা । শ্যুটিংয়ের দায়িত্বে থাকা সংস্থার সদস্য চৈতালি বন্দ্যোপাধ্যায় বলেন, "সুজয় ঘোষের গোয়েন্দা ছবির শ্যুটিংয়ে এসেছেন করিনা কাপুর । লাভা ও দার্জিলিংয়ে শ্যুটিং হবে ।"
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details