Kali Puja 2023: নিজামভূমে শ্যামাবন্দনা, কালীপুজোয় মাতল উত্তরায়ণ - কালীপুজো
Published : Nov 13, 2023, 10:18 AM IST
|Updated : Nov 13, 2023, 12:44 PM IST
কথায় বলে, 'বাঙালির বারো মাসে তেরো পার্বণ' ৷ দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই আলোর উৎসব ও শ্যামা বন্দনায় মেতে ওঠে বঙ্গবাসী ৷ তবে যাঁরা কর্মসূত্রে বা পড়াশোনার কারণে বাইরে থাকেন, তাঁদের কাছে এই উৎসবের সময়টা মন কেমনের ৷ তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাচ্ছে। ভিন রাজ্যেও বাঙালিরা একত্রিত হয়ে, বাংলার পুজোর সেই আমেজ ফিরিয়ে আনছেন বিভিন্ন জায়গায় ৷ ঠিক সেইরকমই ছবি ধরা পড়েছে হায়দরাবাদেও ৷
'ব্রিং দ্য কমিউনিটি ক্লোসার'- সোজা ভাষায়, ভেদাভেদ মুছে একটি জাতিকে একত্রিত করা। এটাই উত্তরায়ণের মূলমন্ত্র। তা ধ্বনিত হল হায়দরাবাদের এই বাঙালি সমিতির কালীপুজোয়। চলতি বছর 40 বছরে পা দেওয়া এই কালীপুজোর উদ্যোক্তাদের দাবি, এটিই দক্ষিণ ভারতের সবচেয়ে বড় কালীপুজো। তিনদিন ধরে নিজামের শহরে বসেছে তারই আসর।
আমিরপেটে শ্যামাবন্দনায় মেতে উঠেছে একদল বাঙালি। দেদার হুল্লোড়, পেটপুজোর পাশাপাশি চলছে বিনোদনমূলক অনুষ্ঠানও। গান শোনালেন দেব গৌতম থেকে শুরু করে মধুরা ভট্টাচার্য। উত্তরায়ণের সভাপতি অনিরুদ্ধ সেনগুপ্ত, সাধারণ সম্পাদক সুব্রত বন্দ্যোপাধ্যায়রা একসুরে জানালেন, নিজামের শহরের বাঙালিদের রোজকার জীবনের বাইরে গিয়ে ভিন্ন স্বাদ দিতেই এই আয়োজন।