Justice Abhijit Ganguly: পুরুলিয়া জেলা আদালতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় - পুরুলিয়া জেলা আদালত
শনিবার পুরুলিয়া সফরে এলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ পুরুলিয়া স্টেশনে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলা আদালতের বিচারকরা ৷ এদিন পুরুলিয়া আদালত ঘুরে দেখেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ উল্লেখ্য, ফি বছর-ই পুরুলিয়া জেলা আদালতে আসেন উচ্চ আদালতের কোনও না কোনও বিচারপতি ৷ এবার শিক্ষক দুর্নীতি মামলায় সাড়া ফেলে দেওয়া বিচারপতি আসায়, এই সফর অন্য মাত্রা পেয়েছে ৷ জেলার সাংবাদিকদের মামলা সংক্রান্ত কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি তিনি ৷ বিচারপতি জানান, তিনি এখানে প্রশাসনিক কাজে এসেছেন বলে অন্য কোনও প্রশ্নের জবাব দেবেন না ৷ আদালত চত্বরে একটি পানীয় জলের মেশিনের উদ্বোধন করেন ৷ পুরুলিয়া জেলা আদালতে নতুন ভবন ঘুরে দেখেন ৷ এছাড়া বিচারপতির পুরুলিয়া ভ্রমণের পরিকল্পনাও আছে বলে জানা গিয়েছে (Justice Abhijit Ganguly in Purulia) ৷