Justice Abhijit Ganguly: শান্তিনিকেতনের বসন্তোৎসবে খোশমেজাজে বিচারপতি গঙ্গোপাধ্যায় - রবিঠাকুর
রবিঠাকুরের (Rabindranath Tagore) শান্তিনিকেতন (Santiniketan in Birbhum) থেকে উঠে আসা ফাগুন উৎসবের একটুকরো কোলাজ আজ চারিদিকে ৷ আজ দোলপূর্ণিমা (Dol Utsav) ৷ এদিন বসন্তোৎসবে (Basanta Utsav) শান্তিনিকেতনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। উপাসনা গৃহ সংলগ্ন বইয়ের দোকানে 3টি বইও কিনলেন তিনি ৷ সেইসঙ্গে রবিঠাকুরের বই দেখলেন। বইগুলি বাদল সরকারের পুরনো কাদুন্দি, প্রমোদ সেনগুপ্তের লেখা ভারতীয় মহাবিদ্রোহ, তীর্থঙ্কর মণ্ডলের মেঘনাথবধ কাব্যের প্যারডি ৷ পরে রতনপল্লীতে একটি চায়ের দোকানে বসে চাও খেলেন ৷ দোলের উৎসবে আজ খোশমেজাজে শান্তিনিকেতনে দেখা গেল বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ৷ সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, আমি কোনও বড় কিছু নই ৷ এজলাসে সকল বিচারপতি নিজের কাজটাই করেন ৷ তিনিও তাই করেন ৷