Juan Ferrando: সমর্থকদের জন্য দুঃখিত, এএফসি কাপের দিকে তাকিয়ে ফেরান্দো
পরপর আটটা ডার্বিতে অপরাজিত থাকার পরে শেষ পর্যন্ত নবম ডার্বিতে এসে হারের মুখ দেখল মোহনবাগান। প্রত্যাশার পারদে হঠাৎ পতন। সমর্থকরা সাড়ে চার বছর পরে মাথা নিচু করে ডার্বি দেখে ফিরেছেন। তাঁদের এই অবস্থায় দেখে ব্যথিত প্রশিক্ষক জুয়ান ফেরান্দো। তবে তাঁর চোখে যে এএফসি কাপই গুরুত্ব পাচ্ছে তা আবারও জানালেন। বুধবার এএফসি কাপের খেলা রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের। তার আগে ডার্বিতে কোনও ফুটবলার চোট না পাওয়ায় স্বস্তি পেয়েছেন তিনি। পাশাপাশি, প্রতিপক্ষ ইস্টবেঙ্গল ভালো খেলেছে বলে অভিনন্দনও জানিয়েছেন।
দল হিসেবে লাল-হলুদ যথেষ্ট শক্তিশালী বলে মনে করেন ফেরান্দো। নন্দকুমারের গোলের প্রশংসাও শোনা গেল তাঁর গলায়। হারের পর দলের টিডি আন্তেনিও লোপেজ হাবাস গম্ভীর মুখে ফিরে গেলেন। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানালেন, সব ডার্বি তো জেতা সম্ভব নয়। তাই হারতে হয়েছে। দল হিসেবে ইস্টবেঙ্গল ভালো খেলেছে। মোহনবাগান যে ভালো খেলতে পারেনি সেটাও মানছেন তিনি। তবে ভেঙে না-পড়ে সামনে তাকাতে চান। দলও নতুন লক্ষ্যে তাকানোর জন্য তৈরি হবে সেটাও মনে করিয়ে দিয়েছেন। অন্যদিকে, জুয়ান ফেরান্দো বলেন, "আমাদের কিছু ভুল সিদ্ধান্ত হয়েছে। সেখান থেকে শিক্ষা নেব। সামনে অনেক গুলো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে।"