Vegetable Price Hike: সবজি বাজারে যৌথ হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, স্পেশাল টাস্ক ফোর্সের - সঙ্গে নিয়ে সল্টলেকের
মধ্যবিত্তের মাথায় হাত ৷ সকালে বা বিকালে বাজারে গিয়ে রীতিমতো হাতে ছ্য়াঁকা খেতে হচ্ছে মানুষকে ৷ বাজারদর নিয়ে উদ্বিগ্ন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। এবার বাজারে যৌথ হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি) এবং স্পেশাল টাস্ক ফোর্সের। সবজি বিক্রেতাদের হুঁশিয়ারি দিলেন স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিক রবীন্দ্রনাথ কোলে। রাজ্যে দিন দিন বেড়েই চলেছে সবজির দাম ৷ পাল্লা দিয়ে বাড়ছে অন্য়ান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও ৷ আকাশছোঁয়া বাজারদরে নাজেহাল রাজ্যবাসী। আর সেই বাজারদর নিয়ন্ত্রণে এবার উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী। নবান্নে স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই সোমবার সকাল থেকে কলকাতার একাধিক বাজারে হানা দেন ইবি এবং স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। বিধাননগর পুলিশের অধিকারিকদের সঙ্গে নিয়ে সল্টলেকের বিডি, এবি, এসি ব্লক, সিকে মার্কেট-সহ বিভিন্ন বাজারে ঘুরে দেখেন আধিকারিকরা। কথা বলেন বিক্রেতাদের সঙ্গেও। কেন বাড়ছে সবজির দাম তা নিয়ে বিক্রেতাদের প্রশ্নও করেন তিনি ৷ বাজারদর নিয়ন্ত্রণের জন্যে বিক্রেতাদের হুঁশিয়ারিও দেন স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিক রবীন্দ্রনাথ কোলে। মঙ্গলবার শিয়ালদার পাইকারি বাজার কোলে মার্কেট পরিদর্শন হবে বলেও জানিয়েছেন তিনি।