পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Jitendra Tiwari: 'রাজ্যে নতুন জেলা নয়, জেল চাই !' কটাক্ষ জিতেন্দ্রর - জিতেন্দ্র তিওয়ারি

By

Published : Aug 10, 2022, 7:34 PM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

আসানসোলে (Asansol) আয়োজিত বিজেপি-র 'চোর ধরো, জেল ভরো' কর্মসূচির মঞ্চ থেকে একের পর এক ইস্যুতে রাজ্য সরকারের (West Bengal Government) সমালোচনায় সরব হলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) ৷ নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্য়ায়ের গ্রেফতারি থেকে গরুপাচার কাণ্ডে সিবিআই-অনুব্রত মণ্ডলের 'লুকোচুরি', কিংবা রাজ্যে নতুন সাতটি জেলা গঠন, ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় সমস্ত ইস্যুতেই রাজ্যকে কটাক্ষ করেন তিনি ৷ জিতেন্দ্র বলেন, "রাজ্যে নতুন জেলা তৈরি হচ্ছে ৷ কিন্তু, এ রাজ্যে নতুন জেলা নয়, নতুন জেল দরকার !" জিতেন্দ্রর ইঙ্গিত, যেভাবে কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার তদন্ত এগোচ্ছে, তাতে আগামী দিনে রাজ্যের আরও অনেক মন্ত্রী এবং শাসকদলের আরও বহু নেতা গ্রেফতার হতে পারেন ৷ তাঁদের রাখার জন্য 'স্বাস্থ্যকর জেল' তৈরির পক্ষে সওয়াল করেছেন জিতেন্দ্র ৷ তাঁর এমন রসাল মন্তব্যে কর্মসূচিতে অংশগ্রহণকারী বাকি বিজেপি সদস্যদের হাসতে দেখা যায় ৷ এই কর্মসূচিতে অন্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন দলের বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details