পশ্চিমবঙ্গ

west bengal

জাপানি শিল্পীর পিয়ানোয় রবীন্দ্রসঙ্গীত

ETV Bharat / videos

পুরানো সেই দিনের কথা, জাপানি শিল্পীর পিয়ানো শুনে মুগ্ধ শান্তিনিকেতন - পুরানো সেই দিনের কথা

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 8:08 PM IST

Japanese Piano Artist: কে বলবে তিনি বাঙালি নন ৷ বাঙালি কেন, ভারতীয়ই নন ৷ সুদূর জাপানের বাসিন্দা ৷ অথচ তাঁর পিয়ানোয় রবীন্দ্রসঙ্গীতের যে সুরমুর্ছনা শোনা গেল তা দেখে তাক লেগে গিয়েছে বিশ্বভারতীর অধ্যাপক ও পড়ুয়াদের ৷ 'পুরানো সেই দিনের কথা' থেকে 'যদি তোর ডাক শুনে কেউ না আসে' - এমনই নানা রবীন্দ্রসঙ্গীতের সুর বাজিয়ে মোহিত করলেন জাপানের পিয়ানোবাদক শিল্পী ইউকিকো কুসুনোকি ৷ পাশাপাশি, বিশ্বভারতীর জাপানি বিভাগের ছাত্রীরা তাঁর পিয়ানোর সুরে জাপানি ভাষায় গানও গাইলেন । কলকাতায় স্থিত জাপানের কনসাল জেনারেল ও বিশ্বভারতীর যৌথ উদ্যোগ শুক্রবার লিপিকা প্রেক্ষাগৃহে একটি সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয় ৷ সেখানে পিয়ানোয় রবীন্দ্রসঙ্গীত-সহ একাধিক গানের সুর বাজান জাপানের শিল্পী ইউকিকো । তিনি জাপান থেকেই সঙ্গীতের তালিম নিয়েছেন । এছাড়া, দীর্ঘদিন ভারতের কলকাতা, চেন্নাই-সহ বিভিন্ন জায়গায় পিয়ানোর তালিম নিয়েছেন ও কর্মশালা করেছেন জাপানি শিল্পী ৷ এ দিন শান্তিনিকেতনে এসে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত মনোজ্ঞতায় আকৃষ্ট হন তিনি ৷ তাই বিশ্বভারতীর ছাত্রীদের নিয়ে পিয়ানোয় রবীন্দ্রসঙ্গীত ও জাপানি গানের সুর বাজিয়ে দর্শকদের অভিবাদন পান । তাঁকে সংবর্ধনা জানায় বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ 

ABOUT THE AUTHOR

...view details