Jalpaiguri BJP: দলীয় প্রার্থীকে ফুল দেওয়ার সময় বিজেপির প্রাক্তন জেলা সহ-সভাপতিকে লাথি, দেখুন ভিডিয়ো - Jalpaiguri BJP
মিছিল চলাকালীন দলীয় প্রার্থীকে ফুল দিতে গিয়েছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপির প্রাক্তন সহ-সভাপতি ৷ ফুল দেওয়া মাত্রই পাশ থেকে ধাক্কা মেরে তাঁকে ফেলে দেন জেলা সভাপতি ৷ তিনি পড়ে যেতেই তাঁকে বেশ কয়েকটা লাথিও মারতে দেখা যায় বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী ও জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষকে ৷
বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরে এমনই ছবি ধরা পড়ল বিজেপির মিছিল চলাকালীন ৷ ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিজেপি প্রার্থী তাপসী রায় জেলার দলীয় কার্যালয় থেকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন । সেই সময় মিছিলে ঢুকে জলপাইগুড়ি জেলা বিজেপির প্রাক্তন সহ-সভাপতি অলোক চক্রবর্তী তাঁকে ফুল দিতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে ৷ মিছিলে উপস্থিত দুই সাংসদ রাজু বিস্তা এবং জয়ন্ত রায়ের সামনেই এভাবে মারধর চলে ।
এই বিষয়ে অলোক চক্রবর্তীর দাবি, তাঁকে বিজেপি বহিষ্কার করেছে এরকম কোনও চিঠি তিনি পাননি । তাঁর কথায়, "শহিদ পরিবারের সদস্যকে বিজেপি প্রার্থী করেছে । তাঁকে আগাম শুভেচ্ছা জানাতে আমি এসেছিলাম । তবে আজ যে ঘটনা ঘটল সেটা সাধারণ কর্মীরা বিচার করবে ।" যদিও এই বিষয়ে জেলা সভাপতি বাপি গোস্বামী কোনও মন্তব্য করেননি । এমনকি সাংসদ জয়ন্ত রায়কে জিজ্ঞাসা করা হলে তিনিও কিছু জানেন না বলে বিষয়টি এড়িয়ে যান ৷