Jagadhatri Puja 2022: ইশান পোড়েলের পুজোতে রামধনুর রঙের মেল বন্ধন, ভিড় দর্শনার্থীদের - Ishan Porel
আজ জগদ্ধাত্রী পুজোর দশমী (Jagadhatri Puja 2022) ৷ চন্দননগর রথের সড়কে এবারের থিম ঐক্যতান। নানা রঙের ফিতে দিয়ে মণ্ডপসজ্জা করা হয়েছে। রঙিন ফিতে ও জরি দিয়ে রামধনুর সাত রঙের মেল বন্ধনও চোখে পড়েছে। আর এই রথের সড়কের পুজো দেখতে উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড় ৷ এবারের এই পুজো কমিটির থিম তৈরি করেছেন শিল্পী গৌরাঙ্গ কুইলা। আলোয় জৌলুসে সেজে উঠেছে এই মণ্ডপ। সেই আদলেই তৈরি হয়েছে প্রতিমা। হালকা গোলাপি রঙে সাজে মা জগদ্ধাত্রী সজ্জিত। এই পুজো কমিটির অন্যতম কর্মকর্তা বাংলার ক্রিকেটার ইশান পোড়েল (Ishan Porel)। নবমীর রাতে তাঁকেও দেখা গেল পুজো মণ্ডপে ৷
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST