পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Jagadhatri Puja in Krishnagar: দু'বছর পর প্রথা মেনে জগদ্ধাত্রীর ঘট বিসর্জন ফিরল কৃষ্ণনগরে

By

Published : Nov 3, 2022, 10:11 PM IST

Updated : Feb 3, 2023, 8:31 PM IST

অতিমারির জেরে গত দু'বছর বন্ধ ছিল ঐতিহ্যের ঘট বিসর্জন ৷ এ বছর পুনরায় তা ফিরল কৃষ্ণনগরে ৷ জগদ্ধাত্রী পুজোর দশমীর সকালে প্রথা অনুযায়ী ঘট বিসর্জন দেখল রাজা কৃষ্ণচন্দ্রের শহর (Jagadhatri Puja Ghot Immersion returns to Krishnagar) ৷ শোভাযাত্রা, ট্যাবলো-সহ বিভিন্ন বারোয়ারী এবং ক্লাবগুলি জলঙ্গীর ঘাটে যায় পুজোর ঘট বিসর্জনের জন্য। এরপর প্রথা মেনে সন্ধে থেকে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জনও ৷ রাত পেরিয়ে শুক্রবার সকাল পর্যন্ত চলবে তা ৷ সব বারোয়ারী তাদের প্রতিমা নিয়ে যাবে কৃষ্ণনগর রাজবাড়িতে, রাজবাড়ী স্পর্শ করে তা বিসর্জনের জন্য রওনা দেবে জলঙ্গীর উদ্দেশে।
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details