পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Jagadhatri Idol Immersion 2022: দশমী পড়তেই শুরু নিরঞ্জন, চন্দননগরের রানিঘাটে সারি সারি জগদ্ধাত্রী - জগদ্ধাত্রী পূজা 2022

By

Published : Nov 3, 2022, 7:59 PM IST

Updated : Feb 3, 2023, 8:31 PM IST

আজ দশমী ৷ কড়া নিরাপত্তায় মধ্যে চন্দননগর রানিঘাটে চলছে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন(Jagadhatri Idol Immersion at Chandannagar Rani Ghat)। গোটা চন্দননগর জুড়ে মোতায়েন রয়েছে কয়েক হাজার পুলিশ কর্মী ৷ শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা । অপ্রীতিকর ঘটনা এড়াতে নজর রাখা হচ্ছে ড্রোনের মাধ্যমে ৷ দশমীর রাতে বিসর্জন শোভাযাত্রায় অংশ নেবে 61টি পুজো কমিটি । এছাড়াও 150-এর উপর প্রতিমা সন্ধ্যা ছ'টার মধ্যেই নিরঞ্জনের কথা বলা হয়েছে(Jagadhatri Idol Immersion 2022)। স্বাভাবিকভাবেই তাই রানিঘাটে নিরঞ্জনের ব্যস্ততা তুঙ্গে । পুলিশ প্রশাসন থেকে বিসর্জনে তৎপর পুজো কমিটিগুলো(Jagadhatri Puja 2022)। গঙ্গায় যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে তার জন্য এনডিআরএফ টিম ও লঞ্চে পুলিশ মোতায়ন করা হয়েছে । চন্দননগর পৌরনিগমের পক্ষ থেকে নিরঞ্জনের পর যাতে দূষণ না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে ৷ রয়েছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও ৷
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details