Mid Day Meal: মিড ডে মিলে মিলল কানকুটারি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ অভিভাবকদের - insect in mid day meal served on student
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য রান্না হওয়া মিড-ডে মিলে মিলল কানকুটারি পোকা । খিচুড়ি বিতরণের সময় শিশুদের খাবার থেকে মিলেছে পোকাটি । শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের অন্তর্গত খড়গ্রাম এলাকার চন্ডীমণ্ডপ তোলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৷ ঘটনার পরই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দুরবস্থার দিকে আঙুল তুলতে শুরু করেছে অভিভাবকেরা ।
শনিবার রাজা মিস্ত্রি নামে শিশুকে মিড-ডে মিলে রান্না হওয়া খিচুড়ি খেতে দেওয়া হয় ৷ তখনই সে দেখে তার খাবার পড়ে রয়েছে একটি পোকা ৷ বিষয়টি তার অভিভাবককে জানাতেই তাঁরা দেখেন একটি মরা কানকুটুরি পোকা রয়েছে খাবারে ৷ আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা। অভিভাবকদের মতে অধিকাংশ শিশুই এই খাবারটি খেয়েছে ৷ শিশুদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কাতেই আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা ৷ এরপরেই অভিভাবকদের প্রশ্ন তোলেন একজন শিশুর খাদ্যে এত অবহেলা কেন ? প্রায়শই দেখা যায় মিড ডে মিল থেকে পাওয়া যাচ্ছে সাপ, আবার কখনও উদ্ধার হচ্ছে মরা টিকটিকি, কখনও বা দেওয়া হচ্ছে পচা সবজি । এবার পাওয়া গেল মরা কানকুটারি পোকা ৷ যদিও অঙ্গনওয়ারড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের কোনও প্রতিক্রিয়া এ বিষয়ে পাওয়া যায়নি ।