Mid day Meal: মিড-ডে মিলে পোকা, স্কুল ঘেরাও অভিভাবকদের - Mid day Meal
অস্বাস্থ্যকর মিড ডে মিল পরিবেশনের অভিযোগ দক্ষিণ 24 পরগনার কুলপির রাজরামপুর প্রাথমিক বিদ্যালয়ে (Unhealthy Mid Day Meal Served on Students)৷ ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে বিক্ষোভ দেখা যায় ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ এলে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা ৷ পড়ুয়া ও অভিভাবকদের অভিযোগ এই বিদ্যালয়ে প্রায়দিনই নিম্ন নামের খাবার দেওয়া হয় ৷ বুধবার পড়ুয়াদের মিড-ডে দেওয়া হলে সেখানে পোকা দেখতে পায় পড়ুয়ারা ৷ এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্কুলের ছাত্র-ছাত্রী থেকে এলাকার বাসিন্দারা। স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। যদিও এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ মুখ খোলেননি ৷
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST