Independence Day 2023: সিডনিতে ভারতীয় নৌবাহিনীর স্বাধীনতা উদযাপন, যুদ্ধজাহাজে উড়ল জাতীয় পতাকা
বিদেশের মাটিতে স্বাধীনতা দিবসের 76 বছরপূর্তি উদযাপন করল ভারতীয় নৌবাহিনী ৷ মঙ্গলবার ভারতের যুদ্ধজাহাজে অস্ট্রেলিয়ার সিডনিতে উড়ল জাতীয় পতাকা ৷ ভারতীয় নৌবাহিনীর একটি দল, বর্তমানে অস্ট্রেলিয়ায় 'মহায়াম মালাবার'-এ অংশগ্রহণের জন্য রয়েছে ৷ এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে সিডনিতে 'আইএনএস সহ্যাদ্রি' এবং 'আইএনএস কলকাতা', ভারতীয় নৌবাহিনীর এই দু'টি যুদ্ধজাহাজে পতাকা উত্তোলন করা হয় ৷ ভারতীয় নৌবাহিনীকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়ার নৌবাহিনী।
গতবছর 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর অংশ হিসেবে বিভিন্ন দেশে ভারতের স্বাধীনতা দিবসে নানা অনুষ্ঠান হয়েছিল। আমেরিকার হাউস্টনেও আয়োজিত হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ এবারের মতো গতবছর 75 বছর পূর্তিতে অস্ট্রেলিয়ার পার্থে আইএনএস সুমেধা নামের ভারতীয় যুদ্ধজাহাজ স্বাধীনতা দিবস উদযাপন করছিল। ভারতীয় নৌবাহিনীকে স্বাগত জানানো হয়েছিল সেদেশের নৌবাহিনীর তরফে। এর পাশাপাশি অন্যান্য দেশের রাষ্ট্রনায়করাও ভারতের স্বাধীনতা দিবসে আজ শুভেচ্ছা জানিয়েছেন ৷ এদিন মার্কিন রাষ্ট্রসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন 77তম স্বাধীনতা দিবসে ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ৷ আজ সকালে দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় পতাকা তুলে জাতীর উদ্দেশে ভাষণ দিয়েছেন ৷