বেঙ্গালুরু থেকে ম্যান্ডেলার দেশে রওনা হল টিম ইন্ডিয়া, দেখুন ভিডিয়ো - Indian cricket team left for South Africa Tour
By ANI
Published : Dec 6, 2023, 11:16 AM IST
Indian Cricket Team: বিশ্বকাপ আপাতত অতীত ৷ ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে টি-20 সিরিজ জিতে এবার ভারতের নজর দক্ষিণ আফ্রিকা সফরে ৷ প্রোটিয়া সফরে ভারতের তিন ফরম্যাটের স্কোয়াডই ঘোষণা হয়ে গিয়েছে বেশ কয়েকদিন আগে ৷ ভারতীয় দল 10 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরে থাকবে ৷ এই সফরে টিম ইন্ডিয়া তিন ম্যাচের টি-20 এবং ওডিআই ম্যাচ এবং দু'ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ৷ ভারতীয় ক্রিকেট দল মঙ্গলবার রাতেই বেঙ্গালুরু থেকে দক্ষিণ আফ্রিকা সফরে রওনা দিয়েছে।
গতকাল রাতে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে বাসে করে ভারতীয় ক্রিকেটারদের পৌঁছে যাওয়ার ছবি সামনে এসেছে ৷ সংবাদসংস্থা পিটিআইয়ের এক্স হ্যান্ডেলে এনিয়ে একটি ভিডিয়ো শেয়ার করা হয় ৷ টিম বাস থকে রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, যশস্বী জয়সওয়াল, হেড কোচ রাহুল দ্রাবিড়-সহ মহম্মদ সিরাজদের নামতে দেখা গিয়েছে ৷
উল্লেখ্য, বিশ্বকাপের পর দ্রাবিড়ের বোর্ডের সঙ্গে চুক্তি শেষ হয়েছিল। তবে কয়েকদিন আগে বোর্ডের পক্ষ থেকে জানানো হয় কোচ হিসেবেই থাকছেন দ্রাবিড়। 2020-2021 মরশুমে ভারতীয় ক্রিকেট দল শেষবার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল। সেইবার টিম ইন্ডিয়া 3-0 ব্যবধানে একদিনের ক্রিকেট সিরিজ হারের পাশাপাশি 2-1 ব্যবধানে টেস্ট সিরিজে হারের মুখ দেখেছিল ৷