Agnipath Recruitment Scheme: বায়ুসেনায় শীঘ্রই মহিলা অগ্নিবীরদের নিয়োগ, ছাত্রীদের তথ্য দিতে মালদায় শিবির - মালদা
ভারতীয় বায়ু সেনায় (Indian Air Force) প্রথমবারের জন্য নিয়োগ হতে চলেছে মহিলা অগ্নিবীর ৷ এ নিয়ে ছাত্রীদের সচেতন করতে বৃহস্পতিবার দিনভর মালদার (Malda) বিভিন্ন কলেজে সচেতনতামূলক কর্মসূচি চালালেন বায়ু সেনার আধিকারিকরা ৷ অগ্নিবীর (Agnipath Recruitment Scheme) নিয়ে ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷ ভারতীয় বায়ু সেনার এয়ারম্যান সিলেকশন সেন্টারের পক্ষ থেকে মালদা জেলার বিভিন্ন কলেজে এদিন এই শিবিরের আয়োজন করা হয় ৷ মালদা উয়েমেন্স কলেজ তার অন্যতম ৷ এই শিবিরে ছাত্রীদের উপস্থিতি দেখে খুশি বারাকপুরের এয়ারম্যান সিলেকশন সেন্টারের উইং কমান্ডার এম সুব্বা রাও ৷ তিনি বলেন, ভারতীয় বায়ু সেনায় প্রথমবার মহিলা অগ্নিবীর নিয়োগ করা হচ্ছে ৷ এ নিয়ে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়াতেই আমরা মালদা জেলার বিভিন্ন কলেজে শিবির করছি ৷ এই নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, শর্তাবলী, বেতন-সহ সমস্ত বিষয় পড়ুয়াদের সামনে তুলে ধরা হচ্ছে ৷ অনেক ছাত্রীর প্রশ্ন ছিল, চারবছর পর বায়ু সেনা থেকে বেরিয়ে কী কী সুবিধা অগ্নিবীররা পেতে পারেন ? এই সমস্ত তথ্যও আমরা পড়ুয়াদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করেছি ৷
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST