Karnataka Election 2023: নির্বাচনে লড়তে 1 টাকার কয়েনে 10 হাজার জোগাড় নির্দল প্রার্থী ইয়াঙ্কাপ্পার - 10 thousands entirely in one rupee coins
'আপনারা আমায় একদিন ভোট দিলে, আমি আপনাদের দারিদ্র থেকে মুক্তি দেব', নিজের বুকে ঝোলানো প্ল্যাকার্ডে এটাই লিখেছেন ইয়াঙ্কাপ্পা ৷ 10 মে কর্ণাটক বিধানসভা নির্বাচন ৷ ইয়াদগির বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হয়েছেন তিনি ৷ দক্ষিণের এই রাজ্যে ভোটেরকে আর একমাসেরও কম সময় বাকি ৷ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছেন ৷ ইয়াঙ্কাপ্পাও দিয়েছেন ৷
মজাটা অন্য জায়গায় ৷ নির্বাচনে লড়তে গেলে বন্ড হিসেবে একটি নির্দিষ্ট মূল্য নির্বাচন কমিশনের কাছে গচ্ছিত রাখতে হয় ৷ আর প্রদত্ত ভোটের 10 শতাংশ না পেলে সেই টাকা ফেরত প্রার্থী ফেরত পান না ৷ ইয়াঙ্কাপ্পা 10 হাজার টাকা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছেন ৷ কিন্তু এই টাকা তাঁর নিজের নয় ৷ ইয়াগদির বিধানসভা কেন্দ্রের রাস্তায় রাস্তায় হেঁটে এই টাকাটা জোগাড় করেছেন নির্দল প্রার্থী ৷ কেন্দ্রের মানুষ তাঁকে 1 টাকার কয়েন দিয়েছেন ৷ সেই কয়েন জমে জমে 10 হাজার টাকা হয়েছে ৷ আর সেটাই নির্বাচন কমিশনকে দেন ইয়াঙ্কাপ্পা ৷ 2 ঘণ্টা ধরে 1 টাকার কয়েনে 10 হাজার টাকা গুনেছেন কমিশনের কর্মীরা ৷ ইয়াঙ্কাপ্পা অবশ্য বলেছেন, "আমি আমার সম্প্রদায় ও গ্রামবাসীদের জন্য আমার জীবন উৎসর্গ করব ৷ রিটার্নিং অফিসারের কাছে আমি স্বামী বিবেকানন্দের আদর্শ লেখা পোস্টার নিয়ে এসেছি ৷"