পশ্চিমবঙ্গ

west bengal

পুজোর মাসে শপিং করতে ব্যস্ত সকলেই

ETV Bharat / videos

Durga Puja 2023: পুজোর মাস পড়তেই উপচে পড়া ভিড় নিউ মার্কেট, হাতিবাগান, গড়িয়াহাটে - গড়িয়াহাট

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 12:47 PM IST

পড়ে গিয়েছে পুজোর মাস ৷ হাতে গোনা কয়েকটা দিন কেটে যাবে দেখতে দেখতেই ৷ তাই হুড়োহুড়ি পড়ে গিয়েছে বিভিন্ন শপিং মল থেকে মার্কেটগুলিতে ৷ পুজোর কেনাকাটায় দোকানমুখী আমজনতা। বৃষ্টি উপেক্ষা করেই ক্রেতাদের ঢল নেমেছে নিউ মার্কেট থেকে গড়িয়াহাট বা হাতিবাগান চত্বরে ৷ আর হবে নাই বা কেন, ছুটির দিন পড়েছে পর পর ৷ সোমবার গান্ধি জয়ন্তী উপলক্ষ্যে অনেকেরই ছুটি ৷ তাই পুজোর কেনাকাটায় ছাড় নেই এই দিনও ৷ হাতিবাগান বাজারের দোকানি সম্রাট মণ্ডলের কথায়, বিগত দু'দিন বৃষ্টিতে বাজার জমেনি। তবে আশা করা যায়, ছুটির দিন থাকায় ভিড় আরও বাড়বে ৷ নিউ মার্কেটে সন্তান, স্ত্রীর পুজোর জামা কাপড় কিনতে গিয়েছিলেন অশোক দেব। তিনি জানান, বেতন পেয়েই হাজির হয়েছি। তবে ভীষন ভিড়। ছেলে-মেয়ের জন্য জামা কিনলাম। স্ত্রীর একটি লেহেঙ্গা কিনলাম। নিজেরটা ফের পরের রবিবার আসব। গড়িয়াহাটের এক ক্রেতা অতসী প্রামাণিক জানান, পুজোর কটা দিন বাকি আছে এখনও। তবে সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে ৷ নিউমার্কেট থেকে হাতিবাগান শুধুই কালো মাথার ভিড়। জমিয়ে চলছে কেনাকাটা। বাজার ভালো হওয়াতে উচ্ছ্বসিত বিক্রেতারা। 

ABOUT THE AUTHOR

...view details