Jagadhatri Puja Immersion 2022: আলোর শহরে রঙিন শোভাযাত্রায় বিসর্জনের পথে দেবী জগদ্ধাত্রী - জগদ্ধাত্রী পুজো বিসর্জন শোভাযাত্রা 2022
আলোকমালায় এ বছরের মতো দেবী জগদ্ধাত্রীকে বিদায় জানাল চন্দননগর (Jagadhatri Puja Immersion 2022)৷ অসাধারণ আলোর কারুকার্যে বৃহস্পতিবার রাতে চন্দননগরে বিসর্জন শোভাযাত্রা ছিল দেখার মতো (Immersion Procession of Jagadhatri Puja at Chandannagar)৷ বিভিন্ন থিমের আলোকসজ্জায় এদিন সেজে ওঠে চন্দননগর ৷ তারই কিছু ঝলক রইল ইটিভি ভারতে ৷
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST