পশ্চিমবঙ্গ

west bengal

অবৈধ নির্মাণ কুলপিতে

ETV Bharat / videos

Illegal construction in Kulpi: জলপথ বন্ধ করে অবৈধ নির্মাণ, প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী - জলপথ বন্ধ করে অবৈধ নির্মাণ

By

Published : May 29, 2023, 10:57 AM IST

Updated : May 29, 2023, 2:26 PM IST

জলপথ বন্ধ করে অবৈধ নির্মাণের অভিযোগ পশ্চিম বর্ধমানের কুলপিতে ৷ ঘটনায় কুলপি থানায় দারস্থ এলাকাবাসী । নির্মাণের কাজ বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপও চেয়েছেন তাঁরা ৷ এলাকার এই নিকাশি নালা দিয়ে গ্রামের অধিকাংশ বাড়ির পরিত্যক্ত জল যায় । সেই নালা বন্ধ করে বাড়ি তৈরি হলে এলাকাবাসী সমস্যায় পড়বেন আশঙ্কা করছেন তাঁরা ৷

সূত্রের খবর, স্বপন হালদার নামের এক ব‍্যক্তি নিকাশি নালার উপর বাড়ি তৈরি করছিলেন । তার জেরেই বন্ধ হয়ে যেতে পারে নিকাশি নালা ৷ বর্ষার সময় এই জলপথ বন্ধ থাকলে এলাকায় জলজমার মত সমস‍্যা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা । আর তাই তাঁরা এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছেন । সমস্ত বিষয়টি স্থানীয় প্রশাসনকেও জানানো হয়েছে । 

এই প্রসঙ্গেই বিবেকানন্দ নাইয়া নামে স্থানীয় এক ব‍্যক্তি জানান, কুলপি গ্রাম পঞ্চায়েতের পিছনের এলাকায় এই সম‍স‍্যার সৃষ্টি হয়েছে । এলাকাবাসী ঘটনার প্রতিবাদ করায় হুমকির মুখে পড়তে হচ্ছে তাদের । এখন প্রশাসন কী ব‍্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে সকলে । এ নিয়ে স্থানীয় বাসিন্দার দীপক বেরা বলেন, "এভাবে হঠাৎ করে অবৈধ নির্মাণ বন্ধ করার জন্য গ্রামবাসীরা প্রতিবাদ করেছেন । কিন্তু কারও কথায় কর্ণপাত করছেন না তাঁরা । এখন দেখার প্রশাসন কী ব‍্যবস্থা নেয় ।"

Last Updated : May 29, 2023, 2:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details