পশ্চিমবঙ্গ

west bengal

Duttapukur Blast Case

ETV Bharat / videos

Duttapukur Blast Case: বিস্ফোরণস্থলে এনআইএ, আইএসএফের ঘাড়েও দোষ চাপালেন পুলিশ সুপার - এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্তা

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 4:32 PM IST

দত্তপুকুর বিস্ফোরণ ঘটনায় ফের আইএসএফ-এর দিকেই নিশানা তাক করল পুলিশ ৷ সোমবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্তা ৷ তদন্তে এসেছিলেন বারাসতের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্য়ায়ও ৷ আর এদিন পুলিশ সুপার সাফ জানান, রমজান আলির বাড়িতেই এই বেআইনি বাজি বানানো হত ৷ এমনকী বাজি শ্রমিকরাও তাঁর বাড়িতেই থাতেন বলেও জানান পুলিশ সুপার ৷ ভাস্কর মুখোপাধ্য়ায় বলান, "এই রমজান আলি আইএসএফ- এর বুথ লেভেল নেতা। তাকে খুঁজছি আমরা। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটা দল গঠন করে তদন্ত চালানো হচ্ছে।"

অন্যদিকে, এদিন ঘটনাস্থলে আসেন এনআইএ আধিকারিকরা । আসেন ফরেন্সিক বিশেষজ্ঞরাও ৷ তাঁরাও ফের এলাকা থেকে নমুনা সংগ্রহ করেন। এদিন ভাস্কর মুখোপাধ্য়ায় বলেন, "পুলিশের তরফে কোনও গাফিলতির আছে কি না, তাও দেখা হচ্ছে। এই বাজি কারখানার কোনও লাইসেন্স নেই। তাও তদন্ত করে দেখা হচ্ছে ৷" একই সঙ্গে, পুলিশ সুপারের দাবি, তদন্তে জানা গিয়েছে, সামসুরের বাড়িতে বাজি মজুত করা হত। তবে তার কোনও রাজনৈতিক যোগ এখনও জানতে পারেনি পুলিশ ৷ এদিন এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্তা জানান, ইতিমধ্য়েই তদন্ত শুরু করেছে পুলিশ ৷ একজনকে গ্রেফতারও করা হয়েছে ঘটনায় ৷ পুলিশের গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান সিদ্ধিনাথ গুপ্তা ৷

ABOUT THE AUTHOR

...view details