Sukanta Majumdar on DA: 'রাজ্য ভিখারি, বিজেপি সরকার এলে কেন্দ্রীয় হারে ডিএ দেবে', মহার্ঘভাতা প্রসঙ্গে সুকান্ত - sukanta Majumdar on da issue
মহার্ঘভাতা মামলায় বৃহস্পতিবারই রাজ্যের পুনর্বিবেচনার আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট(If BJP govt came DA will be given at the central rate Says Sukanta Majumdar)৷ সেই প্রসঙ্গেই এদিন শান্তিনিকেতন থানার মোলডাঙা গ্রামে মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করতে এসে রাজ্যকে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এদিন তিনি জানান, বিজেপি সরকার ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে(Sukanta Majumdar on DA)৷ রাজ্যের ভাঁড়ার শূন্য ৷ ভিখারি হয়ে গিয়েছে ৷ ডিএ-র টাকা মেলা খেলাতে চলে গিয়েছে । এখন আমার আপনার ট্যাক্সের টাকায় বড় বড় উকিল ভাড়া করে সুপ্রিম কোর্টে যাবে ৷
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST