Durga Puja 2023: মহাষষ্ঠীর সন্ধ্যায় প্যান্ডেল হপিং, দুর্গাপুরের রাস্তায় জনজোয়ার - দুর্গাপুরের রাস্তায় জনজোয়ার
Published : Oct 20, 2023, 10:43 PM IST
আজ মহাষষ্ঠী। উমার পিতৃগৃহে আগমনে বাঙলি মেতে উঠেছে শারদোৎসবে ৷ আর মহাষষ্ঠীর সন্ধ্যায় দুর্গাপুরের বিভিন্ন বিগ বাজেটের পুজো মণ্ডপের পাশপাশি ছোট-বড় সমস্ত মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড়ি ছিল উপচে পড়া । গোটা শহর রঙিন এলইডি আলোর ছটায় একেবারে বর্ণমুখর হয়ে পড়েছে । রাস্তায় হাজার হাজার মানুষের ঢল ৷ বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গাপুজোয় মেতে উঠেছে ৷ মণ্ডপগুলিতে শুধুই মানুষের কালো মাথা । দুর্গাপুরের মার্কনি দক্ষিণ পল্লি, অগ্রণী সাংস্কৃতিক পরিষদ, ফুলঝোড় সার্বজনীন দুর্গোৎসব, বুদ্ধবিহার দুর্গোৎসব, গোপালমাঠ দুর্গোৎসব, নবারুণ সার্বজনীন দুর্গোৎসব-সহ বিগ বাজেটের বিভিন্ন পুজোর মণ্ডপে তিলধারণের জায়গা ছিল না ৷ মহাষষ্ঠীর সন্ধ্যে থেকে মানুষের ভিড় ৷
বাঙালির পুজো যেন পেটপুজো ছাড়া সম্পন্ন হয় না ৷ তাই ঠাকুর দেখার পাশপাশি কব্জি ডুবিয়ে খাওয়া কোনটিই যেন বাদ না যায় পুজোর প্ল্যান থেকে ৷ তার উপর আড্ডা তো আছেন ৷ পুজোর চারটে দিনের আনন্দ যেন সারা বছরের বাঁচার রসদ বাঙালির কাছে ৷ তাই তো দূরদুরান্তে থাকা আত্মীয়-পরিজন ঘরে ফেরে পুজোর আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নিতে ৷