পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Cough Syrup Recovered: ঝাড়খণ্ড সীমানায় 3 হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার - ঝাড়খণ্ড সীমানায় 3 হাজার বোতল কাফ সিরাপ উদ্ধার

By

Published : Nov 16, 2022, 6:36 PM IST

Updated : Feb 3, 2023, 8:32 PM IST

বাংলা-ঝাড়খণ্ড সীমানায় কুলটির ডুবুরডি চেকপোস্টে প্রায় 3,000 হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ আটক করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট (Cough Syrup Recovered in Asansol) । লরিটি কানপুর থেকে কলকাতার উদ্দেশ্যে আসছিল বলে জানা গিয়েছে । বাংলা-ঝাড়খণ্ড সীমানায় লরিটিকে দেখে পুলিশের সন্দেহ হয় । প্রথমে তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় রান্নার মশলা বোঝাই করা, পরে তা সরিয়ে দেখতেই মেলে 30 পেটি কাফ সিরাপ । পুলিশ চালক-সহ লরিটি আটক করেছে । ঘটনাস্থলে পৌঁছয় কুলটির পুলিশ সুপার সুকান্ত বন্দ্যোপাধ্যায়, চৌরঙ্গী ফাঁড়ির আইসি অলোকেশ বন্দ্যোপাধ্যায়-সহ গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ।
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details